ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ফন ডাইক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ফন ডাইক

চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না লিভারপুলের। একের পর এক খেলোয়াড়রা চোটে পড়ার পাশাপাশি পারফরম্যান্সেও ধরা দিয়েছে খরা।

এবার আরও এক দুঃসংবাদ পেতে হলো অল রেডসদের। দলের অভিজ্ঞ ডিফেন্ডার ফার্জিল ফন ডাইক ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এক মাসের জন্য।

প্রিমিয়ার লিগে রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে লিভারপুল। সে ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফন ডাইক। বিরতির পর আর তাকে মাঠে দেখা যায়নি। পরবর্তীতে কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য ব্যাখ্যা করেন বিষয়টি। জানিয়েছেন তার মাঠে ফেরা হচ্ছে না খুব তাড়াতাড়ি।

ক্লপ বলেন, ‘ভার্জিল (চোট পাওয়া) আমাদের জন্য একটা চমক এবং একটি বড় ধাক্কা ছিল। সেও ব্যাপারটা সেভাবে বুঝতে পারেনি। চোটটা বেশ কঠিন ছিল। আমরা কয়েক সপ্তাহের কথা বলছি, এক মাসেরও বেশি হতে পারে। কিন্তু আমি আশা করি এটি দ্রুত ঠিক হয়ে যাবে। এটা তার জন্য কঠিন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সে অবিশ্বাস্য পরিমাণে ম্যাচ খেলেছে। ’

গত বছর দুর্দান্ত খেলা লিভারপুল এবার পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থায় নেই। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে তারা।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ার ০৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।