ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সাউথ্যাম্পটনের বিপক্ষেই লিগ কাপে জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। ২-০ ব্যবধানের লজ্জাজনক হারে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে।
২০১৮ সালের পর প্রথমবারের মতো কোনো ম্যাচে একটি লক্ষ্যে শটও ছিল না সিটির। তাইতো গার্দিওলা স্বীকারই করেছেন, ‘এজন্যই বলছি, আমরা মোটেও ভালো খেলিনি। ’ তবে সাউথ্যাম্পটন যে ভারো খেলেছে তাও অস্বীকার করেননি সিটি কোচ, ‘ভালো দলই জিতেছে। আমরা ভালো খেলিনি। বিশেষ করে, শুরুর সময়টায় আমরা ভালো করিনি। অনেক ম্যাচেই শুরু ভালো না করলেও ঘুরে দাঁড়ানো যায়। কিন্তু আজকে আমরা তা পারিনি। ’
সিটির জয় প্রাপ্য ছিলো না জানিয়ে গার্দিওলা বলেন, আজকে বাজে একটি রাত ছিল। প্রতিপক্ষ ছিল আমাদের চেয়ে ভালো, তাদেরকে অভিনন্দন জানাতেই হবে। ম্যাচ জিততে হলে তা আদায় করে নিতে হয়। আজকের ম্যাচে জয় আমাদের প্রাপ্য ছিল না। ’
নিজেদের পরবর্তী ম্যাচে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটিজেনরা।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরইউ