দায়িত্ব পাওয়ার এক বছরও হয়নি। কিন্তু তার আগেই বরখাস্ত হতে হলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে।
গত শনিবার ওয়েস্ট হামের কাছে হারের পরপরই বাজতে শুরু করে ল্যাম্পার্ডের বিদায়ঘণ্টা। চেলসির কিংবদন্তি এই মিডফিল্ডার গত মৌসুমে দায়িত্ব নেন এভারটনের। তখন কোনোমতে রেলিগেশন এড়াতে পারলেই বাঁচে ক্লাবটি। সেই কাজটা ভালোভাবেই সারেন তিনি। কিন্তু চলতি মৌসুমেও বদলায়নি এভারটনের চিত্র। ২০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে তলানির দিক থেকে দ্বিতীয়তে (১৯) আছে তারা। প্রিমিয়ার লিগে শেষ ১২ ম্যাচের ৯টিতেই দেখেছে হারের মুখ।
তাই ল্যাম্পার্ডকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিল এভারটন। গত পাঁচ বছরে এখন ষষ্ঠ ম্যানেজার খুঁজছে তারা। ল্যাম্পার্ডের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে মার্সেলো বিয়েলসার। ৬৭ বছর বয়সি এই আর্জেন্টাইন অনেকদিন ধরেই বেকার বসে আছেন। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে বরখাস্ত করে লিডস। নতুন কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত এভারটনের ভার সামলাবেন পল টেইট ও লেইটন বাইন্স।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এএইচএস