ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মোহামেডানকে সহজেই হারালো আবাহনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
মোহামেডানকে সহজেই হারালো আবাহনী

দুই দলকে সেই আগের মতো এক পাল্লায় মাপা যায় না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ মানেই যেন আবাহনী লিমিটেডের জয়।

কারণ ম্যাচের আগে শক্তিমত্তা বিচারে তারাই এগিয়ে থাকে। মাঠের লড়াইয়ে সেই অনুমানকে রূপ দেয় সত্যিতে।  এবারও ঠিক সেটাই করেছে। ঐতিহ্যের লড়াইয়ে প্রিমিয়ার লিগে মোহামেডানকে ২-০ গোলের সহজ ব্যবধানে হারালো মারিও লেমোসের শিষ্যরা।

আবাহনীর হয়ে গোল করেন দুই বিদেশি পিটার এনওরাহ ও দানিয়েল কলিনদ্রেস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই মোহামেডানের ওপর চাপ প্রয়োগ করতে থাকে আকাশি-নীল জার্সিধারীরা। যার ফলে এগিয়ে যেতে সময় নেয় মাত্র ১২ মিনিট। কলিন্দ্রেসের পাস থেকে কোণাকুণি শটে বল জালে জড়ান এনওরাহ।   

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে তুলে আবাহনী। ৫৮ মিনিটে রহমত মিয়ার লং থ্রোয়ে কেবল টোকা মেরে ব্যবধান দ্বিগুণ করেন কলিনদ্রেস।

৭২ মিনিটে  চ্যালেঞ্জের মুখে পড়ে আবাহনী। আবিদের ক্রস থেকে দিয়াবাতের হেড তালুবন্দী করতে পারেননি আবাহনী গোলরক্ষক সোহেল। বিপদমুক্ত করতে গিয়ে বিপদ আরও বাড়িয়ে দেন আলমগীম। তার শটে বল চলে যায় মোহামেডান মিডফিল্ডার সাজ্জাদের পায়ে। কিন্তু গোলের সুবর্ণ এই সুযোগ নষ্ট করে মোহামেডানকে হতাশায় ডুবান তিনি। বাকিটা সময় লিড ধরে রাখতে কোনো অসুবিধায় পড়তে হয়নি আবাহনীকে।  

মোহামেডানের বিপক্ষে টানা তৃতীয় জয় মারিও লেমোস শিষ্যদের। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে টেবিলের দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। অন্যদিকে  আটে থাকা মোহামেডানের সংগ্রহ ৬ ম্যাচে ৬ পয়েন্ট।  

এদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ময়মনসিংহ স্টেডিয়ামে উত্তরা এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।