ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে ভারত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। এমন জয়ের পর শুরুটা প্রত্যাশানুযায়ী হয়েছে বলে জানিয়েছেন ভারতের কোচ মায়মল রকি।

তবে পরের ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন ভারতের কোচ।

বাংলাদেশর বিপক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে নামবে ভারত। ম্যাচের আগে ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তারা শক্ত প্রতিপক্ষ। বর্তমান সময়ে তারা নিজেদের প্রমাণ করেছে। এছাড়াও আমরা এই দলের খেলোয়াড়দের সম্পর্কে অবগত আছি। তারা কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে। ’

আজকের ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন মায়মল বলেন, ‘জয়টা প্রত্যাশিত ছিল। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। শিরোপা নিয়ে বাড়ি ফিরতে চাই আমরা। ’ জয় প্রত্যাশিত থাকলেও ব্যবধান এত বিশাল হবে এমনটা ভেবেছিলেন কিনা; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ম্যাচের স্কোর লাইন নিয়ে ভাবিনি। আমরা শুধু ভালো খেলা উপহার দিতে চেয়েছি। আমার মনে হয় আমরা পেরেছি। তবে যেহেতু লিগ পদ্ধতিতে খেলা গোল করা জরুরি ছিল। আমরা তা করতে পেরেছি। ’

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।