ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

আসেনসিওর পেনাল্টি মিসে কপাল পুড়ল রিয়ালের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
আসেনসিওর পেনাল্টি মিসে কপাল পুড়ল রিয়ালের

নিজের সাবেক ক্লাব মায়োর্কার বিপক্ষে পেনাল্টি মিস করলেন মার্কো আসেনসিও। স্প্যানিশ মিডফিল্ডারের এমন মিসের বড় মূল্য চোকাতে হলো রিয়াল মাদ্রিদকে।

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে লা লিগার শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়লো লস ব্ল্যাঙ্কোসরা।  

মায়োর্কার ঘরের মাঠে আজ ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। একমাত্র গোলটিও আবার এসেছে এক রিয়াল খেলোয়াড়ের অবদানেই। ১৩তম মিনিটে স্বাগতিকদের কসোভান স্ট্রাইকার ভেডাট মারিকির হেড রিয়ালের ডিফেন্ডার নাচোর গায়ে লেগে জালে ঢুকে যায়।  

তবে এই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ এসেছিল সফরকারীদের হাতে। ৫৯তম মিনিটে রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রকে মায়োর্কার গোলরক্ষক রাজকোভিচ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু আসেনসিওর স্পটকিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

এই হারে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে পাঁচ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ। আজ রাতেই সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে কাতালান জায়ান্টরা। ফলে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট অর্জন করা জাভি হার্নান্দেসের দল।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।