ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পেকে আমি সম্মান করি: এমিলিয়ানো মার্তিনেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমবাপ্পেকে আমি সম্মান করি: এমিলিয়ানো মার্তিনেস

৩৬ বছরের খরা ঘুঁচিয়ে কাতারে ফুটবল বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। আলবেসিলেস্তাদের তাইতো আনন্দের সীমা নেই।

কিন্তু এরই মধ্যে উচ্ছ্বাস দেখাতে গিয়ে সমালোচনায় জড়িয়ে গেছেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক ম্যাচ শেষে লকার রুমে প্রতিপক্ষ দল ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপাত্মক গান গেয়েছিলেন। এমনকি ট্রফি নিয়ে দেশে ফিরে ছাদখোলা বাসে করে অভ্যর্থনা পাওয়ার সময়েও এমবাপ্পের পুতুল নিয়ে মজা করেছেন-নেচেছেন। বিষয়টি নিয়ে সমালোচিত কম হননি এমিলিয়ানো। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

'ফ্রান্স ফুটবল'কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে নিয়ে ‘এক মিনিটের নীরবতা’র গান ধরার কারণ সম্পর্কে এমিলিয়ানে বলেন, ‘লকার রুমের ঘটনা কখনো বাইরে আসা উচিত নয়। তবু বলব, ২০১৮ বিশ্বকাপে আমাদের হারানোর পর ফ্রান্সও মেসিকে নিয়ে গান বেঁধেছিল। একইভাবে কেউ ব্রাজিলকে হারালে নেইমারকে নিয়ে গান বাঁধবে। ’

‘এখানে এমবাপ্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আমি তাকে ভীষণ সম্মান করি। আমরা যদি তাকে অথবা নেইমারকে নিয়ে গান ধরি, সেটা তারা সেরা খেলোয়াড় বলেই করি। ’

দেশে ফিরে ছাদখোলা বাসে এমবাপ্পের পুতুল হাতে নেওয়ার কারণও জানান এমিলিয়ানো, ‘ওই সময় লোকজন আমাদের দিকে অনেক পুতুল ছুড়ে মারছিল। পুরো পথে অন্তত এক শর মতো পুতুল পেয়েছি। এর মধ্যে এমবাপ্পের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি পাওয়ায় ওটা আমি তুলে নিই। দুই সেকেন্ডের মতো আমার হাতে ছিল। এরপর ফেলে দিয়েছি। ঘটনা এটুকুই। এখানে এমবাপ্পেকে নিয়ে আমি মজা কিভাবে করলাম?’

মার্টিনেজ আরো বলেন, ‘এমবাপ্পে তো আমার বিপক্ষে চারবার বল জালে পাঠিয়েছে। বিশ্বকাপ ফাইনালে চার গোল...আমাকে তো ওর পুতুল ভাবার কথা। আবারও বলছি, আমি এমবাপ্পেকে অতিশয় সম্মান করি এবং এটাও বলে দিচ্ছি, আমার দেখা ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে সে-ই সেরা। আমি কাউকে আঘাত করতে চাইনি। ’

‘ক্যারিয়ারজুড়ে আমি ফরাসিদের সঙ্গে বেড়ে উঠেছি। কখনো একটুও সমস্যা হয়নি। আপনারা অলিভিয়ের জিরুকে জিজ্ঞেস করতে পারেন আমি কেমন মানুষ। আমি সত্যিই ফরাসি সংস্কৃতি এবং মানসিকতাকে পছন্দ করি। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।