ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে নামার আগেই অসুস্থ পিএসজির ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
মাঠে নামার আগেই অসুস্থ পিএসজির ফুটবলাররা

কিছুক্ষণ পরেই লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। কিন্তু এর আগেই দলের মধ্যে ছড়িয়েছে এক ধরনের ভাইরাস।

সকালে ঘুম থেকে উঠেই এটির লক্ষণ দেখা গেছে ফুটবলারদের মধ্যে।

ইনজুরির কারণে ইতোমধ্যে স্কোয়াডের বাইরে রয়েছেন দলের অন্যতম দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে আবার ভাইরাস; কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে ফরাসি ক্লাবটিকে। যদিও অফিসিয়ালি পিএসজি এখনও কিছু জানায়নি। তবে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানিয়েছে, বেশ কয়েকজন সকালে ঘুম থেকে ওঠার পরই বমি করার পাশাপাশি পেটে ব্যথা অনুভব করছে।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মার্শেইয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। সেই ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মেসি। এর বেশ কিছুদিন আগে দল থেকে ছিটকে পড়েন এমবাপ্পে। যদি স্কোয়াডে ভাইরাসের শঙ্কা সত্যি হয়, তবে বিপদেই পড়তে হবে ক্রিস্তফ গালতিয়েরের দলকে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।