মার্চের ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০ থেকে ২৮ মার্চ টুর্নামেন্ট হবে সিলেট জেলা স্টেডিয়ামে।
আজ (১৩ ফেব্রুয়ারি) সোমবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ব্রুনাই এবং সিশেলস। ত্রিদেশীয় টুর্নামেন্ট উপলক্ষ্যে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ৩ মার্চ।
ন্যাশনাল টিমস কমিটির সভায় সভাপতিত্ব করেন বাফুফে সহ-সভাপতি ও কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
ভিডিও বার্তায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘মার্চের ফিফা উইন্ডোতে আমরা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছি। ত্রিদেশীয় সিরিজটি পয়েন্ট ভিত্তিতে খেলা আয়োজন করা হবে। ইতোমধ্যেই ফিফার কাছে আমরা চিঠি দিয়েছি। অনুমতি পেলেই আমরা বাকি কাজ গুলো শুরু করবো। ’
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এআর/এমএইচএম