ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মিলানের ইতিহাসের রাতে পিএসজির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
মিলানের ইতিহাসের রাতে পিএসজির হার

ঘরের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে হারিয়ে দিয়েছে এসি মিলান। প্রতিযোগিতামূলক ফুটবলে স্পার্সদের বিপক্ষে মিলানের এটিই প্রথম জয়।

ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে মিলান। ঘরের মাঠ সান সিরোয় একমাত্র গোলটি করেছেন ব্রাহিম দিয়াস। খেলার সাত মিনিটের মাথায় এগিয়ে যেয়ে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে দলটি। অন্যদিকে ঘরের মাঠে বায়ার্নের ১-০ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিংসলে কোমান। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—বায়ার্ন মিউনিখের কাছে সব বিভাগে ধুঁকল পিএসজি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি প্যারিসের ক্লাবটির টানা তৃতীয় হার। বিপরীতে জয়রথে ছুটে চলা বাড়িয়ে নিয়েছে বায়ার্ন।

পার্ক দে প্রিন্সেসে নেইমার, লিওনেল মেসি ও কার্লোস সলেরকে নিয়ে আক্রমণ সাজিয়েছিলেন ক্রিস্তফ গালতিয়ের। কিলিয়ান এমবাপ্পে বিহীন সেই আক্রমণের ধার মোটেও ছিল না। উল্টো সফরকারী বায়ার্ন দেখিয়েছে উপভোগ্য ফুটবল। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ফ্রান্স থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। মার্চের ৯ তারিখ দ্বিতীয় লেগে নিশ্চিত হবে শেষ আটের স্থান৷ ১-০ গোলে পিছিয়ে থাকা পিএসজির জন্য প্রতিপক্ষের মাঠে সে বৈতরনীও পার হওয়া কঠিন বটে!

ম্যাচের প্রথমার্ধের ৪৩তম মিনিটে বড় সুযোগ পায় বায়ার্ন। জসুয়া কিমিচের জোরাল শট ঠেকান পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

বিরতির আগে বক্সের সামনে থেকে লিওনেল মেসির ফ্রিকিক রক্ষণভাগে প্রতিহত হয়। প্রথমার্ধে গোলের জন্য এই একটি শটই কেবল নিতে পারে পিএসজি। এর বিপরীতে বায়ার্নের ১০টি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোল পায় বায়ার্ন মিউনিখ। ডেভিসের ক্রসে ডি-বক্সে কোমানের ভলি, ঝাঁপিয়ে পড়া দোন্নারুম্মার হাত ছুঁয়ে বল জালে জড়ায়। যদিও গোলের পর উদযাপনে মাতেননি সাবেক পিএসজি তারকা।

গোল হজমের একটু পর কার্লোস সলেরকে তুলে কিলিয়ান এমবাপ্পেকে নামান পিএসজি কোচ। চোটের কারণে দলের সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি ফরাসি তারকা।

৬২তম মিনিটে চুপো-মোটিংয়ের ওভারহেড কিক ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি দোন্নারুম্মা। পরের মিনিটে ক্যামেরুনের এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা ইতালিয়ান গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে কর্নার হয়। সেই কর্নারে পাভার্দের জোরাল শটও ঠেকান তিনি।

এরপর ৭৩তম মিনিটে এমবাপ্পে জালে বল জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজান। চার মিনিট পর মার্কিনিয়োসের হেড ঠেকান গোলরক্ষক ইয়ান সমের।

৮২তম মিনিটে আবার জালে বল পাঠান এমবাপে, তবে আক্রমণের শুরুতে সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন নুনো মেন্দেস। দুই মিনিট পর মেসির প্রচেষ্টা প্রতিহত হয় ডিফেন্ডার পাভার্দের পায়ে।

যোগ করা সময়ে বক্সের বাইরে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাভার্দ। যদিও এ ক্ষেত্রে কোনো বিপদ হয়নি সফরকারীদের।

আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগ।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।