ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘ইরান ৭২ ধাপ এগিয়ে, কিন্তু ফিটনেস ও রানিংয়ে আমরাই এগিয়ে’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
‘ইরান ৭২ ধাপ এগিয়ে, কিন্তু ফিটনেস ও রানিংয়ে আমরাই এগিয়ে’

২০২৪ এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ানকাপ বাছাইপর্বের রাউন্ড-১ এর ম্যাচে আগামীকাল ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ-ইরান ছাড়াও গ্রুপে রয়েছে তুর্কমেনিস্তান।  

প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে র‌্যাংকিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ইরান বাধা পেরুতে হবে বাংলাদেশকে। তবে র‌্যাংকিং নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন দলের অন্যতম সেরা তারকা শাহেদা আক্তার রিপা।

ইরান র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও তাদের ভালো ভাবেই পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন রিপা। ইরানের দুর্বল দিক গুলো এবং নিজেদের শক্তির জায়গাগুলো সঠিক ব্যবহার করতে পারলে জয় পাওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি। রিপা বলেন, ‘আমরা ইরানের খেলা দেখেছি। ওরা আমাদের খেলা দেখেছে। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে কালকে। ইনশাআল্লাহ কাল ভালো কিছু হবে। কারণ যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এমন কিছু মনে হয়নি যে ওদের কেউ ভয়ঙ্কর হতে পারে। যখন ওরা তুর্কমেনিস্তানের সঙ্গে খেলছিল তখন মনে হয়েছিল তুর্কমেনিস্তান একটু স্লো খেলে। ওরা ফাস্ট খেলেছে। আমরাও তেমন খেলেছি। একটা কমপিটিটিভ ম্যাচ হবে। ইরান ৭২ ধাপ এগিয়ে। কিন্তু ফিটনেস ও রানিংয়ে আমরাই এগিয়ে। ’

প্রথম ম্যাচে বাংলাদেশ তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারালেও গোলের দেখা পাননি রিপা। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি তিনি। তবে পরের ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে চান তিনি। রিপা বলেন, ‘যেহেতু গোল পাইনি, আক্ষেপ তো ছিলই। আমি চাই ভালো কিছু করার। পরের ম্যাচে সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করার চেষ্টা করব। ’

ইরানকে শক্তিশালি প্রতিপক্ষ মানছেন রিপা; তবে নিজেদের উপর পূর্ণ আস্থা আছে। সকলেই নিজেদের সেরটা দিতে পারলে পরের রাউন্ড নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন দলের অন্যতম সেরা এই স্ট্রাইকার। রিপা বলেন, ‘কাল নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। যেহেতু ইরান একটু শক্তিশালী তো আমি চাই ভালো কিছু করার। জয় নিয়ে পরের রাউন্ডে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।