বড় স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। কিন্তু দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো ইনজুরি ও ফিটনেস।
মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান হ্যাজার্ড। তিনি বলেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আছে। তবে এটা বলব না যে আমাদের মধ্যে কথা হয়। কারণ আমরা একে অপরের সঙ্গে কথাই বলি না। তবে আমি জোর দিয়ে বলতে পারি তার প্রতি শ্রদ্ধাটা সবসময়ই থাকবে। এমনকি তিনি যদি আমাকে আর না খেলান তারপরেও। তিনি তার ক্যারিয়ারে যা করেছেন সেজন্য তাকে সম্মান দিতেই হবে। ’
রিয়ালের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে হ্যাজার্ডের। তবে গুঞ্জন আছে, চলতি মৌসুম শেষেই তাকে বিক্রি করে দিতে পারে রিয়াল। হ্যাজার্ড বলেন, ‘আমি থাকতে চাই। আমাকে নিয়ে চারপাশে যে শঙ্কার ঘোর চলছে তা বুঝতে পারছি। তবে আমি পরের বছরে খেলতে চাই। আশা করি কোনো কিছুতে অবদান রাখতে পারব আমি এবং কোচ আমাকে গোনায় ধরবেন। দেখা যাক মৌসুমের শেষে কিছু ম্যাচ খেলতে পারি কি না। ’
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এএইচএস