চলতি মাসের শেষদিকে তিন জাতি টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণ করার কথা ছিল সিশেলস ও ব্রুনাই ফুটবল দলের।
আজ (১৪ মার্চ) মঙ্গলবার ব্রুনাইয়ের না আসার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এর সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মার্চ ২০ থেকে ২৮ মার্চ তারিখ পর্যন্ত যে ফিফা উইন্ডো রয়েছে সে ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক ব্রুনাই ও সিশেলস এবং স্বাগতিক বাংলাদেশকে নিয়ে একটা ট্রাইনেশন সিরিজ আয়োজনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। ’
‘স্বাগতিক বাংলাদেশ ও সিশেলস এই দুটি দলকে নিয়ে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে হচ্ছে আমাদের। কারণ ব্রুনাই জাতীয় ফুটবল দল, তাদের অর্নিবায কারণে বাংলাদেশে আসতে পারছে না। সেটা ব্রুনাই ফুটবল ফেডারেশন থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিক ভাবে অবগত করা হয়েছে। অবগত করার কারণে পরবর্তীতে বাফুফের ন্যাশনাল টিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মার্চের দুটি প্রীতি ম্যাচ সিশেলসের সঙ্গে খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচ আয়োজিত হবে সিলেটে। সিশেলস জাতীয় ফুটবল দল নির্দিষ্ট সময়ে বাংলাদেশে আসবে। ’
এই আসরকে সামনে রেখে ২৭ ফুটবলারকে নিয়ে মদিনায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। গত ৫ মার্চ এবং ৬ মার্চ দুই ধাপে সৌদি আরবে মদিনায় চলে যায় ফুটবলাররা। সেখানে গিয়ে অনুশীলন করে হাভিয়ের কাবরেরার দল। মদিনা থেকে দল ফিরবে ১৭ মার্চ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এআার/এএইচএস