ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় কিংস

গত মৌসুমে শিরোপা জিতে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকের পরই হ্যাটট্রিক শিরোপা জিতেছে তারা।

এবারের মৌসুমে প্রথম রাউন্ডের খেলা শেষে টানা চতুর্থ শিরোপার সুবাস পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম লেগের ১০ ম্যাচে জয় পেয়েছে তারা। পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আজ থেকে আবার অনুশীলন শুরু করেছেন কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা।  

প্রথম লেগের খেলা শেষ হওয়ার পর বিশ্রামে ছিলেন সকলেই। প্রায় ১৮ দিন পর আরও অনুশীলনে ফিরেছে বসুন্ধরা কিংস। দলের অধিকাংশ খেলোয়াড়রই জাতীয় দলে ডাক পাওয়ায় সৌদি আরবে ক্যাম্পে রয়েছেন। ক্লাবের বাকি সদস্যদের নিয়ে আজ থেকে আবারও অনুশীলন শুরু হয়েছে। তাদের প্রথম লেগের মত সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে লক্ষ্য চতুর্থ শিরোপা ঘড়ে তোলা। দলের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম নিপু বলেন, ‘প্রথম লেগ থেকে আমরা ১০ এ ১০  সর্বোচ্চ পয়েন্ট নিয়ে চলে এসেছি।  আমরা আজকে থেকে ট্রেনিং শুরু করলাম। পেছনে কি হয়েছিল সেটা নিয়ে চিন্তা না করে সামনে যতোগুলো খেলা আছে সবগুলোতে জিততে হবে। বিশেষ করে সামনে ফেডারেশন কাপ আছে তারপর থেকে লীগ শুরু হবে..  আমরা প্রস্তুত। ’

জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়রা ৩০ তারিখ ক্যাম্পে যোগ দেবেন। এরপর দলের সঙ্গে খেলা শুরু করবেন তারা। নিপু বলেন, ‘জাতীয় দলে যে ১২ জন আছে তারা ৩০ তারিখে জয়েন করবে। তারপরে আমরা প্রথম ম্যাচ খেলবে ৪ তারিখে। দলের বাকিরা আজকে থেকে শুরু করেছে..  আমাদের শুরুতে যে সমস্যা ছিল সেগুলো নিয়ে কাজ শুরু হয়েছে..  দোরিয়েলতন আমাদের জয়েন্ট হায়েস্ট স্কোরার,  শুরুতে ওর গোল মিস হয়েছিল। কিন্তু তারপরে সর্বোচ্চ গোল স্কোরার হয়েছে। আমরা চাচ্ছি ও যাতে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোল স্কোরারের জায়গায় থাকে। ’  

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফ্লাড লাইটের স্থাপনের কাজ চলছে। দেশের প্রথম কোনও হিসেবে নিজেদের মাঠে ফ্লাড লাইট স্থাপন করছে কিংস। দ্বিতীয় পর্বে নিজেদের ভেন্যুতে ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোয় খেলার পরিকল্পনা করেছে বসুন্ধরা। নিপু বলেন, ‘ইতিমধ্যে ৩ টা ফ্লাড লাইটের কাজ শেষ হয়ে গেছে। আরেকটা কাজ চলছে। সম্ভবত আগামী ১ মাসের মধ্যে আমরা খেলতে পারব ফ্লাড লাইটে। ’

টেকনিক্যাল ডিরেক্টরের মতই একই ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কথা জানিয়েছেন দলের তারকা তৌহিদুল আলম সবুজ। তিনি বলেন, ‘প্রথম লেগটা আমরা খুবই ভাল করেছি৷ ১০ ম্যাচের ১০ টাই জিতেছি। ফেডারেশন কাপেও..  এখন আমাদের দ্বিতীয় লেগের জন্য প্রস্তুতি। আজকে আমাদের প্রথম ট্রেনিং।  আমাদের অনেক প্লেয়ার জাতীয় দলে আছে।  এর বাইরে বাকি যারা আমরা আছি সবাই আজকে জয়েন করেছি। যেহেতু প্রথম দিন তাই হালকা ট্রেনিং করেছি। আগামী কাল থেকে আমাদের শিডিউল চেঞ্জ হবে৷ তারপর ২ বেলা - ১ বেলা প্রস্তুতি শুরু হবে। প্রথম লেগে যেহেতু ভাল করেছি ২য় লেগেও যাতে এটা থাকে সেটাই প্রস্তুতিতেই থাকবে। ’ 

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৫ মার্চ, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।