ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রজন্ম স্বাধীনতা কাপ- ২০২৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
প্রজন্ম স্বাধীনতা কাপ- ২০২৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা: প্রজন্ম সাংবাদিক আ/এ কল্যাণ সংঘের আয়োজনে প্রজন্ম স্বাধীনতা কাপ-২০২৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে বিশেষ সহযোগিতা করেছে সহযাত্রী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

 

শুক্রবার (১৭ মার্চ) রাত ১০ টায় রাজধানীর পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে।  

রাত্রিকালীন এই টুর্নামেন্টে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলে। থান্ডারবোল্ট এফসি ও ম্যাজিকাল থান্ডার্সের মধ্যকার ফাইনালের নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময় কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ফাইনাল খেলায় থান্ডারবোল্ট এফসি ২-০ গোলে টাইব্রেকারে জয়লাভ করে। পাঁচ গোল করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন থান্ডারবোল্ট এফসির সুমন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রজন্ম সাংবাদিক আ/এ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জিশান আহমেদ কুশলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।  

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবাসিক এলাকা গৃহ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংবাদিক আবাসিক এলাকা গৃহ কল্যাণ সমিতি লিমিটেডের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, প্রজন্ম সাংবাদিক আ/এ কল্যাণ সংঘ সভাপতি  শওকত হোসেন খান (সৈকত),  প্রচার সম্পাদক তানভীর আলম সহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমএমআই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।