ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

শিরোপায় চোখ রাশিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
শিরোপায় চোখ রাশিয়ার

কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামীকাল (১৯ মার্চ) শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল।

স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। অতিথি দল হিসেবে এই টুর্নামেন্ট খেলতে রাশিয়ার বয়সভিত্তিক দল এখন বাংলাদেশে। ইউরোপের দলটি প্রথমবার এসেছে এশিয়ান অঞ্চলে খেলতে।  শিরোপা জিতেই দেশে ফেরার পরিকল্পনা তাদের।

রাশিয়ার কোচ ইয়েলেনা মেদভেদ বলেছেন, ‘আমাদের দলের জন্য চমৎকার একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। এশিয়া অঞ্চলে আমরা কখনোই অংশ নেইনি। এমন টুর্নামেন্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা আরও অনেক কিছু বলতে পারবো, যখন টুর্নামেন্ট শেষ হবে। আর অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিটা দলই চায় চ্যাম্পিয়ন হতে। শিরোপা জিতে রাশিয়া নিয়ে যেতে চাই। ’

শিরোপার লড়াইয়ে যাদের বিপক্ষে মুখোমুখি হবে, সেসব দল সম্পর্কে তেমন ধারণা নেই রাশিয়ার বয়সভিত্তিক এই দলের। বাংলাদেশ দল সম্পর্কেও তেমন জানাশোনা নেই বলে জানিয়েছেন দলটির কোচ ইয়েলেনা মেদভেদ, ‘দুর্ভাগ্যবশত আমাদের প্রতিপক্ষ সম্পর্কে তেমন জানা নেই। কারণ সে রকম তথ্য পাইনি। যখন আমরা সিনিয়র জাতীয় দল সম্পর্কে জানতে চাই তখন সবই পাওয়া যায় কিন্তু বয়সভিত্তিক দলগুলো সম্পর্কে সেভাবে পাওয়া যায় না। কোনো কিছু খুঁজে পাওয়া খুবই কঠিন। বাংলাদেশ দল সম্পর্কে কিছু বলা খুবই কঠিন আমাদের কাছে। কারণ এই দল সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। ’

দুই মাস আগে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পেয়ে তুরস্কে অনুশীলন ক্যাম্প করেছে রাশিয়া। দুইটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়েছে।  

স্বাভাবিকভাবেই ইউরোপ ও এশিয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। সেসব পার্থক্যের কথা না বলে বাংলাদেশের মানুষ এবং ট্রাফিক জ্যাম নিয়ে বলেছেন ইয়েলেনা মেদভেদ, ‘ইউরোপ এবং এশিয়ার মধ্যে এখানকার আবহাওয়ায় পার্থক্য আছে। এশিয়া এবং ইউরোপের মধ্যে তুলনা করা ঠিক হবে না, কারণ ইউরোপ ও এশিয়ার ভিন্ন মানসিকতা নিয়ে খেলে থাকে। আমরা যেটা বলতে পারি যে এখানে অনেক মানুষ এবং অনেক ট্রাফিক জ্যাম। এখন সময় মেনে অনুশীলনে যাওয়া এবং ম্যাচে অংশ নেওয়াই আমাদের কাজ। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।