সৌদি আরবের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হার্ভে রেনার্ড।
গতকাল মঙ্গলবার বলিভিয়ার কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে হারে সৌদি আরব।
এএফপি জানিয়েছে, চুক্তি বাতিলের জন্য রেনার্ড নিজেই সৌদি আরবের ফুটবল ফেডারেশন (এসএএফএফ)-কে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ গৃহীত হয়েছে।
খুব শিগগিরই রেনার্ডকে ফ্রান্স নারী ফুটবল দলের কোচ হিসেবে দেখা যাবে। বলিভিয়া ম্যাচের পরেই ফরাসি সংবাদমাধ্যমগুলো এ ব্যাপারে সংবাদ প্রকাশ করে। রেনার্ডের অধীনে আগামী ২০ জুলাই থেকে গ্রীষ্মে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বসতে চলা নারী বিশ্বকাপের আসতে খেলবে ফ্রান্স।
২০১৯ সালের জুলাইয়ে সৌদি জাতীয় দলের দায়িত্ব নেন দুইবারের আফকন জয়ী রেনার্ড। তার অধীনে কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিল সৌদি আরব। গ্রুপ পর্বের ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল ফেভারিট আর্জেন্টিনাকে। পরে এই আর্জেন্টিনাই চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয়। ঐতিহাসিক ওই জয়ের পর রেনার্ড রাতারাতি তারকা কোচদের তালিকায় জায়গা করে নেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচএম
Having been the coach of National team of Saudi Arabia is a great pride for me. Since August 2019, I had the chance to be an integral part of the life of this beautiful country. I have seen this team grow alongside me and achieve a fabulous World Cup
— Hervé Renard (@Herve_Renard_HR) March 28, 2023
1/2 pic.twitter.com/gjEMWXgVSG