ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নারী দলকে প্রতিশ্রুত অর্থ দিলেন মানিক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
নারী দলকে প্রতিশ্রুত অর্থ দিলেন মানিক আতাউর রহমান ভূঁইয়া মানিক (ডানে)

সাফ  চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। প্রায় ৬ মাস পর সেই প্রতিশ্রুত অর্থ বাফুফেকে দিয়েছেন মানিক।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অর্থ প্রাপ্তির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। মানিক বাফুফের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিলেন। সেই টাকা নারী ফুটবলারদের মাঝে বণ্টন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোহাগ।

সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা দেশে আসার দিনই ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তবে ব্যক্তিগত কাজে মানিক দেশের বাইরে রয়েছেন। এর আগে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির মাঝপথেই দুই দিন অনুশীলনের বাইরে থাকেন সাবিনারা। সূত্রের খবর ছিল, আর্থিক কারণেই এটি ছিল সাবিনাদের নীরব প্রতিবাদ! 

পরবর্তীতে আজ (২ এপ্রিল) সকালে মানিকের প্রতিনিধি বাফুফের প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা দিয়েছেন।

মানিকের সঙ্গে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছিলেন। সেই টাকা এখনও বাফুফেকে বুঝিয়ে দেননি তিনি।

বাংলাদেশ সময়:১৮০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।