ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

চেলসি-লিভারপুলের গোল শূন্য ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
চেলসি-লিভারপুলের গোল শূন্য ড্র

কোচের দায়িত্ব থেকে গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর প্রথমবার মাঠে নামে চেলসি। মৌসুমে বাজে সময় পার করা লিভারপুলের কোচ ইয়ূর্গেন ক্লপেরও একই পরিণতির শঙ্কা আছে।

এমন পরিস্থিতিতেই ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় দুদল। মাঠের পারফরম্যান্সে দুই জায়ান্ট করেছে হতাশ। গোলশূন্য ড্রয়ে শেষ হয় খেলা।

সব প্রতিযোগিতা মিলিয়ে দল দুটির মুখোমুখি সবশেষ চার ম্যাচে কোনো গোলের দেখা মিলল না।

পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে চেলসি। ২৯ ম্যাচ খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।

নিউক্যাসল ইউনাইটেড সমান ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (২৭ ম্যাচ) তিনে, টটেনহ্যাম হটস্পার চারে (২৯ ম্যাচ) ও ম্যানচেস্টার ইউনাইটেড (২৭ ম্যাচ) পাঁচে আছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।