ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ড্রেসিং রুমে সানেকে ঘুষি মারলেন মানে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
ড্রেসিং রুমে সানেকে ঘুষি মারলেন মানে!

শান্ত-স্বভাবের ফুটবলার হিসেবেই পরিচিত সাদিও মানে। খুব একটা মেজাজ হারাতে দেখা যায় না তাকে।

পছন্দ করেন নিজেকে আড়ালে রাখতে। তাকে নিয়ে বিতর্কও নেই বলা যায়। তবে গতকাল চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর তার রদ্রমূর্তি রূপ দেখলেন লেরয় সানে।  

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে তর্ক করতে দেখা যায় বায়ার্ন মিউনিখের দুই ফুটবলারকে। পরে ড্রেসিং রুমে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হন তারা। এক পর্যায়ে সানের মুখে সজোরে ঘুষি মেরে বসেন মানে। পরে তাদের বিচ্ছিন্ন করতে এগিয়ে আসেন বাকি ফুটবলাররা।

জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই জার্মানি জানিয়েছে, মানের ঘুষির কারণে ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে সানের। মিউনিখে পা রাখার পর সানে টিম বাসে উঠলেও ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দর ছাড়েন মানে। সতীর্থ থেকে মুহূর্তের ব্যবধানে যেন শত্রুই বনে গেলেন তারা।  এই প্রসঙ্গে এখনো কোনো বিবৃতি দেয়নি বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একপ্রকার বাজেভাবে হারে তারা। ঘরের মাঠে ৩-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে সিটি। যদিও বায়ার্ন থমাস তুখল অবশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইংলিশ ক্লাবটিকে। জার্মানিতে পাশার দান উল্টে যেতে পারে বলে বিশ্বাস করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।