রেকর্ড আর প্রাপ্তির খাতায় নতুন অধ্যায় যুক্ত করেই চলেছেন লিওনেল মেসি। এবার একাই তিন পুরস্কার জিতে নিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক।
গতকাল বৃহস্পতিবার মেসির হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আইএফএফএইচএস।
গত বছরের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন পিএসজি তারকা।
গত বছর কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। প্রথমবারের মতো মেসির হাতে ওঠে বিশ্বকাপ শিরোপা। এর পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নেন মেসি। এরপর গত ফেব্রুয়ারিতে পেয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি।
আইএফএফএইচএসের পুরস্কার জয়ে মেসি সবার চেয়ে এগিয়ে। ২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
সূত্র- আইএফএফএইচএস
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমএইচএম