পরপর দুই ম্যাচে ড্র করে ছন্দ হারিয়ে ফেলেছিল বার্সেলোনা। সেটাও মাঝারিমানের দুই দলের সঙ্গে।
লা লিগার শেষ ধাপে বার্সার বড় বাধা বলতে ছিল কেবল আতলেতিকো। তাই শিরোপা নিশ্চিত করার পথে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। বিশেষ করে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর। ঘরের মাঠে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। ৪৪তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে ডান পায়ের নিচু শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আতলেতিকো। কিন্তু ভাগ্য তাদের পাশে ছিল না। তাই তিন পয়েন্ট তুলে নেওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
৩০ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৫ পয়েন্ট কম নিয়ে তিনে আতলেতিকো।
বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এএইচএস