পুরো ১২০ মিনিটের লড়াইয়েও অবিচ্ছিন্ন করা যায়নি দুই দলকে। তাই খেলা গড়ায় টাইব্রেকারে।
ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম ৯০ মিনিটে গোলশূন্যতে শেষ হয় খেলা। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও জালে খুঁজে পায়নি কোনো দল। চেষ্টার অবশ্য কোনো কমতি ছিল না দুই দলেরই। কিন্তু গোল যেন সোনার হরিণ। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলের সবাই গোলের দেখা পান। ষষ্ঠ শটেও মিস করেননি কেউ। সপ্তম শট নিতে এসে গোলপোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন মার্চ। এরপর ভিক্টর লেন্ডেলফ জালের দেখা পেলে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে ইউনাইটেড।
কমিউনিটি শিল্ড জয়ের পর এবার এফএ কাপ জয়েরও স্বপ্ন দেখছে রেড ডেভিলরা। আগামী ৩ জুন ফাইনালে তাদের প্রতিপক্ষে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। প্রথম সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় তারা। হ্যাটট্রিক করেন রিয়াদ মাহরেজ।
বাংলাদেশ সময়ঃ ০১১২ ঘণ্টা, এপ্রিল ২৪,২০২৩
এএইচএস