ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ 

সিনিয়র করসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ 

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের ম্যাচ খেলতে গতকালই সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে আগামীকাল তুর্কমেনিস্থানের বিপক্ষে ম্যাচটি জিতে আসর শুরু করতে চায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

 

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ।

এবারের দলটির প্রায় কারোরই বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে গিয়ে নার্ভাস নয় মেয়েরা, জানালেন  কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘মেয়েরা দেশের বাইরে প্রথম এলেও নার্ভাস নয়। প্রথম ম্যাচ তারা জয় দিয়েই শুরু করতে চায়। আমাদের প্রস্তুতিও ভালো, ফলে আশা করি জয় পাওয়া কঠিন হবে না। ’

বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান সম্পর্কে সেই রকম ধারণা নেই। আজ টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কোচের মন্তব্য থেকে কিছু ধারণা পেয়েছেন ছোটন, ‘তারাও এই টুর্নামেন্ট থেকে কোয়ালিফাই করতে এসেছে। আমাদের হারাতে চায়, তবে আমরা বিচলিত নই। ’

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে 'ডি' গ্রুপে। গ্রুপের ৩ দলের মধ্যে কেবল একটি দলই পরবর্তী বাছাইয়ে খেলবে। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৩০ এপ্রিল বাংলাদেশের মেয়েদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।