প্রিমিয়ার লিগ মানেই যেন এখন কেবল ম্যানচেস্টার সিটির দাপট। গত পাঁচ মৌসুমের মধ্যে চারটিতেই শিরোপা জিতেছে তারা।
৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে সিটি। তবে আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে তারা। যে কারণে গার্দিওলা বিশ্বাস করেন, শিরোপার লড়াইটা এখন তাদের হাতেই। কোনো অঘটন না ঘটলে সিটির হাতে উঠতে যাচ্ছে শিরোপা। তাই দলের মনোযোগ সরে যাক, তেমনটা চান না সিটি কোচ।
গার্দিওলা বলেন, ‘আমরা মনোযোগ হারাতে পারি না। এখন এটি (শিরোপা) আমাদের হাতে। পরের তিন ম্যাচ ঠিক করবে আমরা যা করতে চাই, তা করতে পারব কি না। বাস্তবতা হলো, আমরা এখনো আর্সেনালের চেয়ে পিছিয়ে আছি। আমাদের জন্য তা সহজ হবে না। তবে আমাদের ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে হবে। দেখি কী হয়। যেহেতু এটা আমাদের হাতে, তাই সেটা কাজে লাগাতে হবে। ’
সিটির জন্য বাকি পথটা মসৃণই বলা যায়। সেভাবে শক্ত কোনো প্রতিপক্ষ নেই সামনে। অন্যদিকে শিরোপার এতো কাছে আসেও আক্ষেপে পুড়তে যাচ্ছে আর্সেনাল।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এএইচএস