ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

ঈদের পর শুক্রবার মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ঈদের পর শুক্রবার মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কিংস টানা চতুর্থ শিরোপা জয়ের সুবাস পেতে শুরু করেছে ইতোমধ্যেই।

আগামীকাল (শুক্রবার) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৫ এপ্রিল। এরপর ঈদের ছুটি শেষ করে আবারও মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ। ১২ ম্যাচে ১১ জয় এক ড্র’য়ে  ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। সাত পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড। আগামীকাল দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে মাঠে নামবে তারা। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে পুলিশের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তিনটি ম্যাচই শুরু হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে।

এদিকে, কিংসের হয়ে আগামীকাল বিশ্রামে থাকার কথা রয়েছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। এছাড়া দলের বাকি খেলোয়াড়রা সুস্থ আছেন, ইনজুরি সমস্যা নেই।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।