ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে ফেরাতে লা লিগার সঙ্গে আলোচনায় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
মেসিকে ফেরাতে লা লিগার সঙ্গে আলোচনায় বার্সা

লিওনেল মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জল্পনাকল্পনার কমতি নেই। পিএসজির সঙ্গে এই মৌসুমেই শেষ হচ্ছে তার চুক্তি।

নতুন চুক্তি করবেন কি না সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সবুজ সংকেত দেননি। গুঞ্জন উঠছে আবারও পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন তিনি। মেসির ফেরার বিষয়টি নিয়ে লা লিগার সঙ্গে আলোচনা করেছে বার্সা। এমনটাই জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেস।

জাভি বলেন, ‘হ্যাঁ, এ বিষয়ে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছে বার্সেলোনার কর্তারা। তবে এ দেখা করা শুধু লিওর সম্ভাব্য ফেরার বিষয় নিয়েই কথা বলতে নয়। পরের মৌসুমে কীভাবে দল গড়া যায়, তা নিয়েও কথা হয়েছে। ’

আর্থিক সংকট ও লা লিগার নিয়মনীতির কারণে ২০২১ সালে বার্সা ছাড়তে হয়েছিল মেসিকে। কখনো ভাবেননি প্রিয় ক্লাব থেকে এভাবে বিদায় নেবেন তিনি। এরপর যোগ দেন পিএসজিতে। প্রথম মৌসুমে ফরাসি ক্লাবটির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয় তার। তবে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম করছেন তিনি। কিন্তু সমর্থকদের মন জোগাতে পারেননি। কেননা চ্যাম্পিয়নস লিগ থেকে এবারও ছিটকে গেছে তার দল।

এদিকে কিছুদিন আগে বার্সায় সাবেক সতীর্থদের সঙ্গে নৈশভোজ করেন মেসি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।