লাৎজিওকে হারিয়ে উৎসবের মঞ্চটা তৈরি করে রেখেছিল ইন্টার মিলান। তাই কেবল জিতলেই ৩৩ বছর পর সিরি আ'র শিরোপা আজই নিশ্চিত করে ফেলত নাপোলি।
দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে গোলশূন্যতে থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতির পর ৬২ মিনিটে নাপোলিকে শিরোপার স্বপ্ন দেখান মাথিয়াস অলিভেরা। রাসপাদোরির কর্নার থেকে দারুণ এক হেডে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি। পুরো স্টেডিয়াম তখন সাজ সাজ রব। স্টেডিয়ামের বাইরের পার্টির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন আরও হাজারো সমর্থক। কিন্তু নাপোলির সব আশায় পানি ঢালেন বুলায় দিয়া। ৮৪ মিনিটে নাপোলিকে হতাশায় ফেলে সালেরনিতানাকে সমতায় ফেরান তিনি। বাকিটা সময় চেষ্টা করেও আর জয়সূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা। সালেরনিতানার গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গিয়েরমো ওচোয়া। মেক্সিকান এই গোলরক্ষককে না চেনার অবশ্য উপায় নেই ফুটবল ভক্তদের। বিশ্বকাপ এলেই অতিমানবীয় রূপে ধরা দেন তিনি। আজও ঠিক তেমন রূপে দেখা গেল তাকে।
সিরি আ'য় পরবর্তী ম্যাচে উদিনেসের মুখোমুখি হবে নাপোলি। সবকিছু ঠিক থাকলেও সেই ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে তারা। ১৯৯০ সালে সবশেষ ক্লাবটিকে লিগ শিরোপা জিতিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এএইচএস