আট দল নিয়ে এবার আয়োজিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আমন্ত্রিত দল হিসেবে অংশ নিচ্ছে কুয়েত এবং লেবানন।
বেঙ্গালুরুর পরিবর্তে দিল্লিতে অনুষ্ঠিত হবে সাফের ড্র। ফেডারেশনটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘নির্ধারিত সময়র আগেই অষ্টম দল নির্ধারিত হওয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে আমরা ড্র এগিয়ে নেওয়ার অনুরোধ করেছিলাম। তারা ১৭ মে ড্র আয়োজনের বিষয়ে একমত হয়েছে। টুর্নামেন্টের ড্র দিল্লিতে আয়োজিত হবে। ’
ভারত স্বাগতিক হিসেবে গ্রুপ এ’র শীর্ষ দল থাকবে। বাকি সাত দেশের মধ্যে লেবানন র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকায় গ্রুপ বি’র শীর্ষ দল হিসেবে থাকবে তারা। বাকি ছয় দল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এভাবে বিন্যস্ত হবে কুয়েত-মালদ্বীপ, নেপাল-ভুটান এবং শেষ পটে বাংলাদেশ-পাকিস্তান।
এদিকে, বেঙ্গালুরুতে আগামী ২১ জুন থেকে শুরু হবে সাফের ১৪তম আসর।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
এআর/এএইচএস