তিন বছর আগে চুক্তি শেষ হওয়ার আগপর্যন্ত খেলোয়াড়দের অডি-ব্র্যান্ডের গাড়ি দিত বার্সেলোনা। কিন্তু তাতে প্রক্রিয়া মেনে চলেনি ক্লাবটি।
আর্থিক অনিয়মের অভিযোগে বার্সার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০১৯ সালে। যেখানে ২০১৫ ও পরবর্তী সময়ের লেনদেন তদারকি করে কর কর্তৃপক্ষ। যেখানে তারা খুঁজে পায় আর্দা তুরান ও অ্যালেক্স সং ক্লাব ছাড়ার পর তাদের পুরোপুরি অর্থ পরিশোধ করেনি বার্সা। আরও বেশ কিছু বিষয় সন্দেহের তালিকায় আছে।
এদিকে কিছুদিন আগে বার্সার ওপর রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ আনেন সরকারি কৌঁসুলিরা। বার্সা ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৩ লাখ ইউরো রেফারিকে ঘুষ দেয় বলে জানান তারা। সেই রেফারির নাম স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরা।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ১১, ২০২৩
এএইচএস