দুই মৌসুমের জন্য পিএসজির সঙ্গে চুক্তি আছে লিওনেল মেসির। যদিও প্রথম মৌসুমে খুব একটা মানিয়ে নিতে পারেননি দলের সঙ্গে।
এমন পারফরম্যান্সেও পিএসজি সমর্থকদের মন ভরাতে পারেননি মেসি। প্রতিনিয়ত শুনে যাচ্ছেন দুয়োধ্বনি। তবে সতীর্থ ও কোচদের পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। মৌসুমের শেষদিকে এসে তার প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
তিনি বলেন, ‘মৌসুমজুড়ে অনুশীলনে মেসির প্রচেষ্টা ছিল নিখুঁত। মেসিই ফুটবল এবং এটাই সত্যি। আমি প্রতিদিন তাকে অনুশীলনে দেখেছি, আমাদের ম্যাচেও দেখেছি। এই বছর তার পরিসংখ্যান অসাধারণ। ইতোমধ্যেই তা আগের মৌসুমের তুলনায় অনেক অনেক ভালো। আমি মনে করি, পিএসজির সঙ্গে খুবই ভালো একটি মৌসুম কাটিয়েছে মেসি, তবে লোকে এখনো তার থেকে অনেক বেশি প্রত্যাশা করে। ’
এদিকে আজ লিগ ওয়ানে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। জিতলেই শিরোপা নিশ্চিত হবে তাদের। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এএইচএস