ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাতীয় দল ছেড়ে চীনে যাচ্ছেন সাফজয়ী আঁখি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ২৮, ২০২৩
জাতীয় দল ছেড়ে চীনে যাচ্ছেন সাফজয়ী আঁখি

দেশের নারী ফুটবলে সোনালী সময় শুরু হতেই যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে। এ বছর জানুয়ারিতেই অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী ফুটবল দলের সদস্য আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন।

সম্প্রতি তাদের পথে হাঁটার সিদ্ধান্ত জানিয়েছেন সিরাত জাহান স্বপ্নাও। এরপর নারী দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

এবার জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন নারী দলের অন্যতম সেরা ডিফেন্ডার আঁখি খাতুন। ঈদের পর চীনে চলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

আজ (২৮ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড' পোগ্রামে উপস্থিত হয়েছিলেন আঁখি। সেখানেই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য যাচ্ছেন বলে জানিয়েছেন দেশের এই তারকা ফুটবলার।

আঁখি জানিয়েছেন, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন তিনি। এর আগেও ক্যাম্প ছেড়ে মায়ের পাশে থাকতে গ্রামে ছিলেন, তবে তখন অনেক সমালোচনায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এবার সমালোচনা এড়াতেই আগে থেকেই সব জানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আঁখি। তিনি বলেন, ‘আসলে আমি আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনও নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাবো। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাবো। ’ 

চীনে গেলেও ফুটবলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন আঁখি। তিনি বলেন, ‘এমন না যে ফুটবল খেলব না বা বাংলাদেশে ফুটবল খেলব না। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকবো। ’

চীনে লেখাপড়া নাকি খেলাধুলা করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আঁখি বলেন, ‘আমি পড়াশুনো, খেলাধুলা দুইটাই করতে যাচ্ছি। এটা অনেকটা বিকেএসপির মতোই। বিকেএসপির মতো দুইটা শাখা আছে। আমার যেখানে সুবিধা হবে, আমি সেখানেই যাবো। ’ 

নিজের সিদ্ধান্ত বাফুফেকেও জানিয়ে দিয়েছেন আঁখি। দলের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকেও জানিয়েছেন। চীনে যেতে বাফুফে থেকে আর্থিক সুবিধা না পেলে নিজের খরচেই যাবেন বলে জানিয়েছেন তিনি। আঁখি বলেন, ‘পল স্মলিকে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। যাওয়ার খরচ নিয়ে এখনও কোনো বলার মতো আলোচনা হয়নি। তবে যদি নিজের খরচে যেতে হয়, তাতেও আমার কোনো আফসোস নেই। ’

জাতীয় দলের হয়ে তার খেলার ভবিষ্যৎ কী এবং বাফুফে তাকে যেতে দেবে কি না; এ ব্যাপারে আঁখি বলেন, ‘পল স্যারকে বলছি৷ তিনি (বাফুফেকে) জানিয়েছেন। তারা এখনও কিছু বলেনি। যেতে না দেওয়ার কিছু নাই। আমি পড়াশুনার জন্য, খেলার জন্য যেতে চাচ্ছি। আমাকে যদি বলে আমাকে আর আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেবে না সেই ব্যর্থতা তাদের, আমার না…। ’

তবে হেড কোচ ছোটনের চাকরি ছাড়ার সঙ্গে তার এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন আঁখি, ‘ক্যাম্প থেকে আমি ২ দিন আগে চলে এসেছি। আপাতত আর ফিরব না। আর কোচের চাকরি ছাড়ার সঙ্গে আমার সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। ’

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।