কখনও পেতে হয়নি ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার ফাইনালে হারের তেতো স্বাদ। কিন্তু এবার সেটি পেলেন হোসে মরিনিও।
হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় গতকাল রাতে নির্ধারিত সময়ে ১-১ গোল ড্র করে রোমা ও সেভিয়া। কিন্তু টাইব্রেকারে গিয়ে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে ৪-১ ব্যবধানে হারে মরিনিওর শিষ্যরা। পাঁচটি ইউরোপিয়ান ফাইনাল জেতার যাত্রা এই ম্যাচেই থামল সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের। হতাশ হয়ে তাই ম্যাচ শেষে পদক ছুড়ে মেরে মরিনিও বলেন এটা তার দরকার নেই।
রোমা কোচের ভাষ্য, ‘হ্যাঁ, এটাই আমি করেছি। সিলভার মেডেলের কোনো প্রয়োজন নেই আমার। এটি আমি চাই না। রানার্স আপ পদক নিজের কাছে রাখি না। এজন্যই দিয়ে দিয়েছি। ’
হতাশ হলেও দলকে নিয়ে গর্ব করার কথা অস্বীকার করেননি মরিনিও। ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘শারীরিকভাবে আমরা অবসন্ন, মানসিকভাবে নিঃশেষিত। আমাদের মৃতপ্রায় লাগছে, কারণ বিতর্কিত অনেক ঘটনার পর শেষ পর্যন্ত এই পরাজয় আমাদের কাছে অন্যায্য মনে হচ্ছে। ’
‘আমরা ক্লান্ত, তবে গর্বিত। আমি সবসময়ই বলি, একটা ফুটবল ম্যাচ হারা যায়, কিন্তু মর্যাদা ও পেশাদারিত্ব হারানো যায় না। এই ম্যাচ হেরেছি কিন্তু যেকোনো সময়ের চেয়ে বেশি গর্ব নিয়ে ঘরে ফিরব। এই মৌসুমে ছেলেরা নিজেদের শতভাগ ঢেলে দিয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ১, ২০২৩
আরইউ