ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

দুই চ্যাম্পিয়নের লড়াই শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুন ১, ২০২৩
দুই চ্যাম্পিয়নের লড়াই শুক্রবার

১৪ বছর পর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা খরা কাটায় সাদা-কালোরা।

অন্যদিকে টানা চারবার লিগ শিরোপা জিতে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। তিন ম্যাচ হাতে রেখেই এবারের লিগ শিরোপা নিশ্চিত করেছে তারা। আগামীকাল (শুক্রবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দুই চ্যাম্পিয়ন দল।  

কিংস অ্যারেনায় আগামীকাল দেশের ফুটবলে নতুন এক অধ্যায় যোগ হতে চলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা বিকেল চারটায় আয়োজিত হলেও আগামীকালের ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়। অর্থাৎ কিংস অ্যারেনার ম্যাচটি ফ্লাডলাইটের আলোয় আয়োজিত হবে। দেশের প্রথম কোনও ক্লাব যারা নিজস্ব স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আয়োজন করবে।

দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে দুই দল। ছাড় দিয়ে খেলার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জুবায়ের নিপু। তিনি বলেন, ‘দুই চ্যাম্পিয়ন দলের লড়াই। আমরা কোনও ছাড় দিব না। ম্যাচে নিজেদের সেরাটা খেলে প্রমাণ করে দেব আমরাই সেরা। ’

ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে বসুন্ধরা কিংসকে। সেই হারের ক্ষতে প্রলেপ দেয়ার সুযোগ কাজে লাগাতে মরিয়া কিংস। নিপু বলেন, ‘ফেডারেশন কাপের ম্যাচে তারা আমাদের হারিয়েছিল। এই ম্যাচে আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই। ’

ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের জয়ের নায়ক সুলেমান দিয়াবাতে। একাই করেছিলেন চার গোল। আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন মোহামেডান দলের কোচ আলফাজ আহমেদ। তিনি বলেন, ‘আগামীকাল কিংসের বিপক্ষে লড়াইয়ে দিয়াবাতেকে দলের বাইরে থাকতে হচ্ছে। দুই চ্যাম্পিয়ন দলের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়েই আমরা লড়াই করবো। ’

কিংসের বিপক্ষে নিয়মিত একদাশ মাঠে নামাতে পারছেন না বলে জানিয়েছেন আলফাজ। তিনি বলেন, ‘নিয়মিত একাদশ মাঠে নামাতে পারছি না। ইনজুরি এবং কার্ড ইস্যু আছে। তাই কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে হচ্ছে। তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।