৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল স্কালোনির হাত ধরেই। স্বাভাবিকভাবেই তাকে মহানায়কের আসনে বসিয়েছে আর্জেন্টাইনরা।
নিজ দেশে একটি ফ্লাইটে চড়ার উদ্দেশ্যে শাটল বাসে উঠেছিলেন স্কালোনি। একই বাসে ছিলেন এক বৃদ্ধ দম্পতি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, স্কালোনি ওই বৃদ্ধার পায়ের জুতার ফিতে বেঁধে দিচ্ছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'মুন্দো আলবিসেলেস্তে' স্কালোনির সঙ্গে ওই বৃদ্ধার কথোপকথন প্রকাশ করেছে। স্কালোনি ওই বৃদ্ধাকে বলেন, 'অপেক্ষা করুন, আমি আপনার জুতার ফিতা বেঁধে দিচ্ছি। '
তবে মজার ব্যাপার হচ্ছে, ওই দম্পতি তখনও বুঝতে পারেননি যে স্বয়ং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ জুতার ফিতা বাঁধছেন। তবে তিনি উঠে দাঁড়াতেই বৃদ্ধার স্বামী তাকে চিনতে পারে এবং দুজনেই তাকে জড়িয়ে ধরেন। স্কালোনির এমন বিনয়ী রূপ দেখে ভক্তরা ব্যাপক প্রশংসা করছেন।
এই জুনেই ফের স্কালোনিকে আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে। চীন সফরে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে তার দল। ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন মেসিরা।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এমএইচএম
Argentina and World Cup winning coach Lionel Scaloni tying the shoelaces of a lady who was on the same shuttle bus!
— Mundo Albiceleste ⭐?⭐?? (@MundoAlbicelest) June 3, 2023
At first, she did not recognize him and he told her: "wait, I'll tie the lsced so you don't fall". When he got up, her husband recognized him! ??
Via @cappa_pato. pic.twitter.com/ABJpV0GdXk