মৌসুম এখনো শেষই হয়নি। তারই আগে আগামী মৌসুমের জন্য দলবদলের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে আগামীকাল মৌসুমের শেষ ম্যাচটি খেলবে রিয়াল। তাহলে কি এটাই রিয়ালের জার্সিতে বেনজেমার শেষ ম্যাচ? আনচেলত্তি অবশ্য তেমনটা বলছেন না।
তিনি বলেন, ‘তার চুক্তি শেষ হতে এখনো এক বছর বাকি আছে। তাই আমি মনে করি না, এতে কোনো সন্দেহ আছে। ক্লাব কিংবদন্তিদের রিয়াল মাদ্রিদে অবসর নেওয়া উচিত। আমার মনে হয়, ভক্তরা ও ক্লাবগুলো এভাবেই ভাবে। কিন্তু কিছু খেলোয়াড় আছে যারা রিয়াল থেকে কয়েক বছর দূরে থাকতে চায়। ’
‘সে (বেনজেমা) ঠিকই বলেছে ইন্টারনেট মানেই বাস্তবতা নয়। গণমাধ্যম আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু পরিস্থিতিতে আমাদের ম্যানেজ করে চলা উচিত। আমি বেনজেমার সঙ্গে একমত। ’
কিছুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ নিয়ে বেনজেমা বলেন,‘আমার ভবিষ্যৎ? কী জন্য? যা বলা হচ্ছে সেসব ইন্টারনেটে। ইন্টারনেট আর বাস্তবতা এক নয়। শনিবার আমার ম্যাচ আছে, অনুশীলন আছে। এখন আমি মাদ্রিদেই আছি। ’
এদিকে বেনজেমার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়ালের।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এএইচএস