ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেনজেমার রিয়ালেই অবসর নেওয়া উচিত: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ৩, ২০২৩
বেনজেমার রিয়ালেই অবসর নেওয়া উচিত: আনচেলত্তি

মৌসুম এখনো শেষই হয়নি। তারই আগে আগামী মৌসুমের জন্য দলবদলের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

বিশেষ করে লোভনীয় সব প্রস্তাব নিয়ে খেলোয়াড়দের কাছে হাজির হচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। করিম বেনজেমাও তেমনই এক প্রস্তাব পেয়েছেন। তাই গুঞ্জন উঠে মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন এই ফরোয়ার্ড। তবে কার্লো আনচেলত্তির এনিয়ে কোনো সন্দেহ নেই। শুধু তা-ই নয়, বেনজেমার মতো ক্লাব কিংবদন্তিদের রিয়ালে অবসর নেওয়া উচিত বলে মনে করছেন তিনি।

আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে আগামীকাল মৌসুমের শেষ ম্যাচটি খেলবে রিয়াল। তাহলে কি এটাই রিয়ালের জার্সিতে বেনজেমার শেষ ম্যাচ? আনচেলত্তি অবশ্য তেমনটা বলছেন না।

তিনি বলেন, ‘তার চুক্তি শেষ হতে এখনো এক বছর বাকি আছে। তাই আমি মনে করি না, এতে কোনো সন্দেহ আছে। ক্লাব কিংবদন্তিদের রিয়াল মাদ্রিদে অবসর নেওয়া উচিত। আমার মনে হয়, ভক্তরা ও ক্লাবগুলো এভাবেই ভাবে। কিন্তু কিছু খেলোয়াড় আছে যারা রিয়াল থেকে কয়েক বছর দূরে থাকতে চায়। ’

‘সে (বেনজেমা) ঠিকই বলেছে ইন্টারনেট মানেই বাস্তবতা নয়। গণমাধ্যম আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু পরিস্থিতিতে আমাদের ম্যানেজ করে চলা উচিত। আমি বেনজেমার সঙ্গে একমত। ’

কিছুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ নিয়ে বেনজেমা বলেন,‘আমার ভবিষ্যৎ? কী জন্য? যা বলা হচ্ছে সেসব ইন্টারনেটে। ইন্টারনেট আর বাস্তবতা এক নয়। শনিবার আমার ম্যাচ আছে, অনুশীলন আছে। এখন আমি মাদ্রিদেই আছি। ’

এদিকে বেনজেমার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়ালের।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।