ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

লিভারপুল ছেড়ে জার্মান ক্লাব ব্রেমেনে কেইতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, জুন ১০, ২০২৩
লিভারপুল ছেড়ে জার্মান ক্লাব ব্রেমেনে কেইতা

লিভারপুলের হয়ে দীর্ঘদিন খেলেছেন নাবি কেইতা। জিতেছেন বেশ কয়েকটি শিরোপাও।

 চলতি মৌসুমে চুক্তি শেষ হয়েছে তার। অল রেডসদের সঙ্গে চুক্তি আর নবায়ন না করে জার্মান ক্লাব ভার্ডার ব্রেমেনে পাড়ি দিয়েছেন তিনি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে দুই ক্লাবই।  

ফ্রি ট্রান্সফারে ব্রেমেনে যোগ দিয়েছেন গিনির এই মিডফিল্ডার। তবে মেয়াদের কথা এখনও কিছু জানানো হয়নি।  

লিভারপুলে ২০১৮ সালে ৪ কোটি ৮০ লাখ পাউন্ডে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে যোগ দিয়েছিলেন কেইতা। তবে অল রেডস শিবিরে যোগ দিয়ে বারবার ইনজুরিতে পড়েন তিনি। সবমিলিয়ে ক্লাবটির হয়ে খেলেছেন ১২৯টি ম্যাচ। যার মধ্যে চলতি মৌসুমে খেলেছেন মাত্র ৮টি। সবমিলিয়ে করেছেন ১১টি গোল।

কেইতা লিভারপুলের হয়ে জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।