ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

সৌদিতে বেনজেমার ক্লাবে যোগ দিলেন কঁতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
সৌদিতে বেনজেমার ক্লাবে যোগ দিলেন কঁতে

কয়েকদিন আগেই সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ লিজেন্ড করিম বেনজেমা। এবার তার সঙ্গী হলেন ফরাসি মিডফিল্ডার এনগোলো কঁতে।

চেলসিতে তার চুক্তি এই মৌসুমেই শেষ হয়েছে। ফলে ফ্রি এজেন্ট হিসেবেই সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন তিনি।  

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আজ ফেসবুক পোস্টে বিষয়টি জানান। যেখানে তিনি উল্লেখ করেন, দুই বছরের চুক্তিতে আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন কঁতে। প্রতি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো করে বেতন ধরা হয়েছে ফরাসি এই মিডফিল্ডারের।  

রোমানো জানান, ইতোমধ্যে লন্ডনে মেডিক্যাল টেস্টের প্রথম অংশ সম্পন্ন হয়েছে কঁতের। পরবর্তী মৌসুম থেকে আল ইত্তিহাদে করিম বেনজেমার সঙ্গে খেলতে দেখা যাবে তাকে।  

সৌদি প্রো লিগ নতুন করে যেন ঢেলে সাজানো হচ্ছে। শুরুতেই আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর যোগদান। এরপর গেলেন বেনজেমা। এবার কঁতেও হাঁটলেন একই পথে। এছাড়া মেসিকে নেওয়ার জন্যও কম চেষ্টা করেনি দেশটির ক্লাব আল হিলাল। তাদের বিশাল পরিমাণ অর্থের সেই প্রস্তাব ফিরিয়ে মেসি অবশ্য যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। তবে আরও কয়েকজন তারকা খেলোয়াড়কে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।