ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

একদিন আগেই বাংলাদেশ-কম্বোডিয়া ম্যাচের সব টিকিট শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
একদিন আগেই বাংলাদেশ-কম্বোডিয়া ম্যাচের সব টিকিট শেষ ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে কম্বোডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল (১৫ জুন) স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এরইমধ্যে ম্যাচটির ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। নমপেনের এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩০ হাজার।

কম্বোডিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দল জয় ভিন্ন কিছু ভাবছে না বলে জানিয়েছেন কাবরেরা। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ। তবে আগামী ম্যাচে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ’

‘এ বছর আমাদের বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। বিশ্বকাপ বাছাই বেশ গুরুত্বপূর্ণ তবে এখন সবচেয়ে বেশি মনোযোগ সাফ টুর্নামেন্টে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট,’ যোগ করেন কাবরেরা।

অবশ্য কম্বোডিয়ার বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলে, ‘কম্বোডিয়ায় বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। আমরা তাদের বিপক্ষে ভালো খেলে জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।