লিগ টেবিলে বরুশিয়া ডর্টমুন্ডের অবস্থান নিচের দিকে। একের পর এক হার দেখছে ক্লাবটি।
গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বোলোনিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারে ডর্টমুন্ড। শুরুতে পেনাল্টি গোলে তারা এগিয়ে থাকলেও বিরতির পর দুই গোল হজম করে হারতে হয়। পরদিনই শাহিনের সঙ্গে সম্পর্কের ইতি টানে ক্লাবটি।
গত জুলাই মাসে এদিন তেরজিচের স্থলাভিষিক্ত হন তুরস্কের এই কোচ। দায়িত্ব নিয়ে ভালো কিছু করতে পারেননি তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত হতাশায় মোড়ানো থাকে ম্যাচগুলো। যার মাশুল দিতে হয়েছে শাহিনকে। সাত মাসের মধ্যেই বিদায় নিতে হয়েছে এই কোচকে।
লিগ টেবিলে দশম স্থানে থাকা ডর্টমুন্ড ১৮ ম্যাচের মধ্যে জিতেছে সাতটিতে। সঙ্গে চার ড্রয়ে তাদের পয়েন্ট ১৫। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৩ নম্বরে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরইউ