ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
মেসিকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ জয়ের পর দুইটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দুটিতেই অবশ্য জয় পেয়েছে তারা।

নিজেদের তৃতীয় ম্যাচ ও এশিয়া সফরের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দেশটি। ইতোমধ্যে ঘোষণা করেছে শুরুর একাদশ।  

বিশ্বকাপ ফাইনালের শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজকে রাখা হয়নি এবার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের হয়ে খেলার কারণে তাকে বিশ্রামে রেখেছেন লিওনেল স্কালোনি। তবে খেলছেন নিকো গনসালেস।  

একনজরে আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, রদ্রিগো দে পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও নিকোলাস গনসালেস।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।