ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালে ফিরলেন হোসেলু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
রিয়ালে ফিরলেন হোসেলু

গুঞ্জন ছিল আগের ক্লাবেই ফিরছেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু। এবার সেটিই সত্য হলো।

আজ এক বিবৃতিতে হোসেলুকে ফেরানোর কথা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।  

এস্পানিওল থেকে ধারে আগামী মৌসুমের জন্য রিয়ালে আসলেন হোসেলু। চুক্তিতে স্থায়ীভাবে কিনে নেওয়ারও অপশন রয়েছে। ৩৩ বয়সী এই ফরোয়ার্ডের শুরুটা হয়ে রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ার হয়ে। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলার পর তিনি যোগ দেন জার্মান ক্লাব হফেনহাইমে।

হফেনহাইম থেকে লোনে খেলেন আইনট্রাইখট ফ্রাঙ্কফুর্টে। এরপর খেলেন বেশ কয়েকটি ক্লাবে। ২০১৭ থেকে ২০১৯ মৌসুম পর্যন্ত খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে। এরপর আবারও ফেরেন স্প্যানিশ লিগে। যোগ দেন আলাভেসে। ২০২২ সালে এস্পানিওলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড অবশেষে ফিরেছেন রিয়ালেই। গত মৌসুমে এস্পানিওলের হয়ে ৩৩ ম্যাচে ১৬ গোল করেন তিনি।

গত মার্চে স্পেনের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। ক্রোয়েশিয়াকে হারিয়ে রোববার নেশন্স লিগ জয়ী স্প্যানিশ দলে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।