ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

সন্তানসম্ভবা প্রেমিকার ‘বিশ্বাস ভেঙে’ ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
সন্তানসম্ভবা প্রেমিকার ‘বিশ্বাস ভেঙে’ ক্ষমা চাইলেন নেইমার

গত এপ্রিলেই বাবা হতে যাওয়ার আগাম সুখবর দিয়েছিলেন নেইমার। কিন্তু কয়েকমাসের ব্যবধানে ব্রাজিলিয়ান সুপারস্টার বিশ্বাস ভাঙলেন সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির।

সেজন্য অবশ্য ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। এমনটা করা উচিত ছিল না বলে স্বীকার করেছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান বেশ কিছু সংবাদমাধ্যম জানায়, ব্রুনো থাকতেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নেইমার। শুধু তা-ই নয়, ব্রুনোর সঙ্গে একটি চুক্তিও আছে তার। সেই চুক্তিতে লেখা তিনি যখন চাইবেন, অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে পারবেন। এমনটাই জানায় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো।

তারই প্রেক্ষিতে নেইমার ইনস্টাগ্রামে লেখেন, ‘ব্রু, আমি এটা তোমার ও তোমার পরিবারের জন্য করেছি। অন্যায্য বিষয়কে যৌক্তিক বানিয়েছি। যার প্রয়োজন ছিল। কিন্তু আমাদের জীবনে আমি তোমাকে চাই। আমি দেখেছি এসব ঘটনায় তুমি কতটুকু ভুগেছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। এবং আমিও তোমার পাশে আছি। ’

‘তোমাদের সবার সঙ্গে আমি ভুল করেছি। ঝুঁকি নিয়েই বলছি মাঠ ও মাঠের বাইরে আমি প্রতিদিনই ভুল করে থাকি। একমাত্র ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি বাড়িতে বসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এই সবকিছুই আমার জীবনের অন্যতম বিশেষ মানুষের। সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। ’

‘বিষয়টি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও। ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। ’ 

‘তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে। ’

২০২১ সালে ব্রুনোর প্রেমে পড়েন নেইমার। গত বছর আবার বিচ্ছেদও হয়ে গিয়েছিল। তবে সেই সম্পর্ক জোড়া লাগতে সময় নেয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।