সাফ চ্যাম্পিয়নশিপে আজ ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। দিনের প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান।
এবারের আসরে আমন্ত্রিত দল হিসেবে খেলছে কুয়েত। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল তারা। পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুয়েত। নেপালকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
ম্যাচের ১০ মিনিটেই নাইফ হামাদের গোলে লিড নেয় কুয়েত। ১৭ ও ইনজুরি সময়ে গোল করে ব্যবধান ৩-০ করে কুয়েত। জোড়া গোল করেন মোবারক। ৬৯ মিনিটে আল রাশেদীর গোল কুয়েতকে এনে দেয় ৪-০ ব্যবধানের জয়।
অন্য ম্যাচে ভারতকে প্রথমার্ধে আটকে রাখে নেপাল। ম্যাচের ৬১ মিনিটে ডেডলক ভাঙেন সুনীল ছেত্রী। ৯ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন নওরেম মহেশ সিং। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ২৪ জুন, ২০২৩
এআর