ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির সঙ্গে খেলতে পারা দি মারিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
মেসির সঙ্গে খেলতে পারা দি মারিয়ার  ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা

এই প্রজন্মের সবচেয়ে সৌভাগ্যবান ফুটবলারদের একজন আনহেল দি মারিয়া। কার সঙ্গে খেলেননি তিনি? লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পেসহ সব তারকাদের সতীর্থই ছিলেন।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলেছেন পিএসজি বা জুভেন্তাসে।  

লম্বা ক্যারিয়ারে অর্জনও তো কম নয় তার। লা লিগা, লিগ ওয়ান, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্লাবের হয়ে। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালেসিমা ও বিশ্বকাপ। কিন্তু দি মারিয়ার জীবনের সবচেয়ে বড় ঘটনা কোনটা? আর্জেন্টাইন সাংবাদিক সোফি মার্তিনেজের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সেরা যে ব্যাপারটা ঘটেছে, লিওনেল মেসির সঙ্গে খেলা। ’

গত বছরের শেষদিকে দি মারিয়া জিতেছেন আরাধ্য সেই শিরোপা। আর্জেন্টিনাকে ৩৬ বছর বাদে তারা জিতিয়েছেন বিশ্বকাপ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোল আছে দি মারিয়ার। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি চোটের কারণে। এবার সেই শোধ তোলেন দারুণভাবে।  

দি মারিয়া অবশ্য থামতে চান না এখানেই, জিততে চান আরও। তিনি বলেন, ‘আমি তাদের মধ্যে একজন না যে ঘুম থেকে উঠে বলবো আমি বিশ্বচ্যাম্পিয়ন। আমি জেতাটা চালিয়ে যেতে চাই। জানি আমরা অমর হয়ে গেছি। কিন্তু আমি চালিয়ে যেতে চাই। আগামী কোপা আমেরিকায় খেলে সেটি জিততে চাই। ’

ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ফাইনালের পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। শুরুতে দুই গোলে আলবিসেলেস্তেরা এগিয়ে গেলেও পরে সেগুলো শোধ করে ফ্রান্স। এরপর অতিরিক্ত সময়েও একটি করে গোল করে দু দল। ৩-৩ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে।  

ওই মুহূর্তের বর্ণনায় দি মারিয়া বলেন, ‘আমি আইমারকে জড়িয়ে ধরেছিলাম টাইব্রেকারের সময়টাতে। মনে হচ্ছিল আমার পা বিলীন হয়ে গেছে, মাঝেমধ্যে সবকিছু দুইটা দেখছিলাম। আমি টেনশনে প্রায় পড়ে যাচ্ছিলাম। এই ভোগা এমন কিছু, যার ব্যাখ্যা করা সম্ভব না। ’ 

বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘আমাকে অনেকে এসে বলেছে, তুমি আমার সন্তানকে বিশ্বাস করতে, স্বপ্ন দেখতে ও হাল না ছাড়তে শিখিয়েছো। সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার এটা, এমন কিছু অমূল্য। আমার ক্যারিয়ারে থাকা অন্যতম সুন্দর ব্যাপার। ’

বাংলাদেশ সময় : ২০০৬ ঘণ্টা, ২৮ জুন, ২০২৩
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।