ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

কুয়েতের বিপক্ষে ফিরলেন তারিক কাজি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
কুয়েতের বিপক্ষে ফিরলেন তারিক কাজি

কুয়েতের বিপক্ষে আজ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে ফিরেছেন বাংলাদেশের রক্ষণ ভাগের মূল ভরসা তারিজ কাজি।

 

গতকালই দলের সঙ্গে অনুশীলনে ফিরেছিলেন তারিক। তার আজ মাঠে নামা অনেকটাই অনুমেয় ছিল। তারিক কাজী ফিট হয়ে দলে অন্তর্ভুক্ত হওয়ায় সাইড লাইনে চলে যেতে হচ্ছে গত ম্যাচে ভুটানের বিপক্ষে একাদশে খেলা রহমত মিয়াকে। একাদশে একটি পরিবর্তন এনেই সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ।

আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও কুয়েত।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, শেখ মোরসালিন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা-২ ও রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।