আগামীকাল (৩ জুলাই) সোমবার ভোরে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ঢাকায় কয়েক ঘণ্টার জন্য অবস্থান করবেন তিনি।
বাংলাদেশে আসছেন, গত মে মাসেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই খবর নিশ্চিত করেছিলেন মার্তিনেস। তার মূল সফরটা ভারতে। তবে বাংলাদেশে আর্জেন্টিনা দলের অনেক সমর্থক থাকায় নিজ আগ্রহে এখানে আসার কথা জানান এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
মাশরাফি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। ভারতে আগামী ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মার্তিনেস।
মার্টিনেসকে ঢাকায় আনছে ফান্ডেড নেক্সটের কোম্পানি নেক্সট ভেঞ্চার। আজ বিকেলে তাদের অফিসে এক অনির্ধারিত সংবাদ সম্মেলন হয় মার্টিনেসের আগমন নিয়ে। আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় বিমানবন্দরে নামার কথা মার্টিনেসের। এরপর সেখান থেকে হোটেলে যাবেন। হোটেল থেকে নেক্সট ভেঞ্চার ফান্ডেড নেক্সটের অফিস পরিদর্শনে যাবেন মার্তিনেস। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সূচি নির্ধারিত হলে সেখান থেকে যাবেন আর না হলে ওখান থেকে বিমানবন্দরে চলে যাবেন।
গণমাধ্যমেরও প্রবেশাধিকার নেই আগামীকালের অনুষ্ঠানে। আয়োজকরা নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবে। ছোট্ট অফিসে সাধারণ ফুটবল প্রেমীদের মার্টিনেসের সঙ্গে দেখা হওয়ার সুযোগ একেবারেই থাকছে না।
নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব একসঙ্গে বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল মার্তিনেসকে নিয়ে একটি পাবলিক অনুষ্ঠান করার। তিনি ২৬ জুন কনফার্ম করেছেন। ঈদের ছুটি এবং তিনি খুবই কম সময় ঢাকায় থাকবেন ফলে সেই অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। ’
‘আমরা মার্তিনেসকে বাংলাদেশের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বিষয়টি ছবি, ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলব। আমাদের অফিসে স্টাফরা কিছু সময় কাটাবে তার সঙ্গে। আমন্ত্রিত অতিথিরাও থাকবেন সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে। ’ যোগ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২ জুলাই, ২০২৩
এআর