বার্সেলোনা ছেড়েছেন দুই বছর হলো। তবে এখনো নিজের প্রিয় ক্লাব থেকে পারিশ্রমিক পাচ্ছেন লিওনেল মেসি।
লা লিগার আর্থিক নিয়মের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। তাই ২০২১ সালে অশ্রুসিক্ত চোখে ক্লাব ছাড়তে হয় মেসিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের মতে, তখন বার্সার কাছ থেকে ৫২ মিলিয়ন ইউরো পাওনা ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যা প্রদান করা হবে ধাপে ধাপে।
এক সাক্ষাৎকারে মেসির প্রতি ঋণী থাকার কথা স্বীকার করে লাপোর্তা বলেন, ‘আমরা এখনো মেসিকে পারিশ্রমিক দিচ্ছি। যা ২০২৫ সাল পর্যন্ত চলবে। তার সঙ্গে আগের বোর্ড এমন চুক্তি করেছিল। ’
বার্সা ছেড়ে আসার পর পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু সময়টা ভালো কাটেনি তার। তাই দুই বছর থেকে আর ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। নাম লেখান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। যদিও মেসি নিজেই আবারও বার্সায় ফিরতে চেয়েছিলেন। এনিয়ে আলোচনাও হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই গড়ায়নি।
লাপোর্তা বলেন, ‘আমি বুঝতে পারছি কেন মেসি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেছে। (মেসির বাবা) হোর্হে মেসি আমাদের বলেছিল, সে (মেসি) প্যারিসে কঠিন সময় পার করেছে এবং সে এমন কোনো জায়গায় খেলতে চায়, যেখানে চাপ কম থাকবে। যদি সে আমাদের সঙ্গে চুক্তি করত, তাহলে চাপটা সেই একই থাকত। তাই আমি বুঝতে পেরেছি কেন সে আমাদের সঙ্গে চুক্তি করেনি। আমি তাকে শুভকামনা জানাই। ’
আগামী বছর ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বার্সা। তখন মেসিকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন লাপোর্তা।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এএইচএস