ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

মার্তিনেসের সঙ্গে দেখা করতে না পারার আক্ষেপ জিকো-জামালদের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
মার্তিনেসের সঙ্গে দেখা করতে না পারার আক্ষেপ জিকো-জামালদের

সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্সের পর আজ (৩ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। এদিনই বাংলাদেশে এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

তার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়েছিলেন বাংলাদেশের ফুটবলার। কিন্তু দিনশেষে দেখা করতে না পারার আক্ষেপে পুড়তে হয়েছে তাদের।

আজ সোমবার দুপুরে দুটি ভিন্ন ভিন্ন ফ্লাইটে দেশে ফিরেছেন ফুটবলাররা। বিমানবন্দরে নেমে মার্তিনেসের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারেননি জামাল। এরই ফাঁকে সাফ নিয়েও কথা বললেন তিনি।

২০০৯ সালের পর প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। ভালো খেলেও কুয়েতের বিপক্ষে জয়ের দেখা মেলেনি লাল-সবুজের প্রতিনিধিদের। আগামীকাল (৪ জুলাই) মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে খেলবে ভারত ও কুয়েত।  
সেখানে বাংলাদেশ খেলতে পারতো বলে মনে করেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল বলেন, ‘আমি তো মনে করি, আমরা ফাইনালে খেলার মতো দল ছিলাম। ভারতের বিপক্ষে বাংলাদেশ ফাইনালে খেললে অবাক হওয়ার কিছু ছিল না। আমরাও খেলতে পারতাম। আমাদের আসলে দুর্ভাগ্য। আমরা ভালো খেলেও ফাইনালে যেতে পারলাম না। ’

১১ ঘণ্টার সফরে আসা মার্তিনেসের সাক্ষাৎ না পেয়ে হতাশ বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি বলেন, ‘দেখা হলে কিছু টিপস নিতাম। বাংলাদেশে এল অথচ দেখা হলো না। আর কখনো দেখা হবে কি না তাও জানি না। ফেডারেশনের মাধ্যমে আসলে বা ফেডারেশনে যোগাযোগ করলে হয়তো আমরা ফুটবলাররা সুযোগ পেতাম সাক্ষাতের। ’

সাফ মিশন শেষে ৭ জুলাই থেকে প্রিমিয়ার লিগে মৌসুমের বাকি ম্যাচের জন্য মাঠে নামবেন জামাল-জিকোরা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।