নেপালের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ জয়ের পরে আর কোনো ম্যাচ খেলতে পারেনি সাবিনারা।
আগামী ১৩ ও ১৬ জুলাই কমলাপুর স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ দুটি। ইতোমধ্যেই ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘ম্যাচ আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রস্তুত রয়েছি ম্যাচ আয়োজনের জন্য। ’
ম্যাচ দুটি আয়োজিত হওয়ার কথা ছিল ১২ ও ১৫ জুলাই। তবে নেপালের ফ্লাইট জটিলতার কারণেই একদিন করে পেছানো হয়েছে বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘ম্যাচ দু’টির তারিখ নেপালের কারণেই বদলাতে হয়েছে। তাদের অনুরোধেই ম্যাচের তারিখ একদিন করে পেছাতে হয়েছে। ’
এবার সাবিনাদের ম্যাচে বাঁশি বাজাবেন বিদেশি রেফারি। দেশের মাটিতে সাবিনাদের ফিফা প্রীতি ম্যাচে বিদেশি রেফারির ঘটনা প্রথম ঘটতে যাচ্ছে। ভারত ও ভূটান থেকে যথাক্রমে একজন রেফারি, একজন সহকারি রেফারি ১১ জুলাই ঢাকায় এসে পৌছানোর কথা। চার জনই নারী রেফারি।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এআর/আরইউ